চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে ১৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারি, ২০২২ | ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে করোনা ধরা পড়েছে ১৬ জনের দেহে।

এক হাজার নয়জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

রবিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৬ জনের করোনা ধরা পড়ে। এর মধ্যে শেভরন হাসপাতাল ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে করা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৫৮ শতাংশ। শনাক্তদের মধ্যে ১৪ জন নগরের, একজন পটিয়া এবং একজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট