চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপসহীন ছিলেন বেগম মুশতারী শফী : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারি, ২০২২ | ১০:১২ অপরাহ্ণ

মুশতারী শফী মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তিনি আপসহীন ছিলেন আমৃত্যু। একাত্তরে গেরিলা বাহিনীর দুই ট্রাক অস্ত্র ও গোলাবারুদ মুশতারী শফীর স্বামী ডাক্তার শফী উনার বাসায় নিজের হেফাজতে রাখার অপরাধে  পাকিস্তানি বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। মুশতারী শফীর ভাইও শহীদ হয়েছিলেন। স্বামী এবং ভাইকে হারানোর পরও এই মহীয়সী নারী দমে যাননি। তাঁকে দমানো যায়নি।

শনিবার (০১ জানুয়ারি) বিকেলে নগরীর হাজারী লেইনে দলের কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে শহীদজায়া বেগম মুশতারী শফীর স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীন দেশে প্রগতিশীল সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূলের আন্দোলন সংগঠিত করেছেন। রাজাকার-আলবদরদের বিচারের দাবিতে জনমত গড়ে তুলেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আদর্শ আর সংগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেননি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বেগম মুশতারী শফী তাদের বিরুদ্ধে সবসময় লড়াই-সংগ্রামের ময়দানে ছিলেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ও উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ। জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবসার, শহীদজায়ার সন্তান মেহরাজ তাহসান শফী, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, উদীচী চট্টগ্রামের সহ সাধারণ সম্পাদক জয় সেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী এবং নারীনেত্রী অথৈ নাসরিন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট