চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০২১ | ১২:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেন-সিএনজি অটোরিক্সা ও মিনি বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহতের ঘটনায় বাসের চালক মো. শহিদুল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহাকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। বিকাল ৩টায় এ বিষয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানার তিনি। 

গত শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক পাশে লোহার বার ফেলা ছিল। অন্য পাশের গেট খোলা থাকায় ওই পাশে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো দাঁড়িয়ে ছিল। ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় জিইসি মোড় থেকে আসা দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি টেম্পোকে ধাক্কা দিয়ে ট্রেনের ওপর আছড়ে ফেলে। নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ওই দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট