চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইস্ট ডেল্টা ভার্সিটির কর্মশালায় বক্তারা

যৌন হয়রানি রোধে সর্বত্র অভিন্ন নীতি প্রয়োজন

১৯ জুলাই, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে সমাজের প্রায় প্রতিটি পর্যায়ে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে যৌন হয়রানি ও নিপীড়ন আশঙ্কাজনক হারে বাড়ছে। যা মোটেই কাম্য নয়। এ ধরণের হয়রানি রোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) গতকাল বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘যৌন হয়রানি সচেতনতা ও প্রতিরোধ প্রশিক্ষণ’ শীর্ষক দুই সেশনে বিভক্ত এ কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক অমিয় সৃজন সাম্য। প্রথম সেশনে ইডিইউ’র শিক্ষার্থী এবং দ্বিতীয় সেশনে ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, মানবিক গুণাবলী, যা আমাদের জীবনযাপনের মূল বুনিয়াদ, তা হারিয়ে যাচ্ছে বলেই যৌন হয়রানির মতো বিষয়গুলো দিন দিন বাড়ছে। বিশেষত সোশ্যাল মিডিয়াগুলোতে এ হয়রানির মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে, যা সামগ্রিকভাবে প্রভাব ফেলছে আমাদের সামাজিক আচরণে। এর ফলে আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসগুলোতে নেতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। যৌন হয়রানি রোধে সর্বত্রঅভিন্ন নীতি প্রয়োজন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের এসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের এসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট