চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

মাটিরাঙ্গায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মানিকছড়ি সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পাহাড়ের ঢালুতে সৃষ্ট লেক থেকে মো. নুর নবী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর নবী মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালামের ছেলে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টায় তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, পেশায় বর্গাচাষী মো. নুর নবী বৃহস্পতিবার দুপুরে জমিতে দেয়ার জন্য কীটনাশক সাথে নিয়ে বের হোন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও নুর নবী আর বাড়ি ফিরেনি। পরে তাকে প্রতিবেশিসহ বিভিন্ন জনের বাড়িতে খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকাল ৮টায় তার মা রহিমা বেগম বাড়ির অদূরে মো. তাজুল ইসলামের লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে শুক্রবার বেলা ১১টায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আলী বলেন, মরদেহের কোমরে লুঙ্গীতে মোড়ানো সপসিন নামক কীটনাশক পাউডারের প্যাকেট ও একটি বিষের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। কারণ উদঘাটনে ইতোমধ্যে পুলিশ তদন্তের কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট