চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

তেল ও ব্যাটারি চুরি, চট্টগ্রামে ৫ রেল কর্মচারীসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২১ | ৩:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে রেলের তেল ও ব্যাটারি চুরির অভিযোগে ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এদের মধ্যে ৫ জন রেলওয়ের কর্মচারী বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি বড় ব্যাটারি ও ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. জাবেদ হোসেন (২৫), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. মামুন (২৫), মো. পারভেজ (২১), সুমন শীল (৩৫), মো. আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ পূর্বকোণকে বলেন, ৩৯টি ব্যাটারি চুরির দায়ে জাবেদ, আনোয়ার, মামুন ও পারভেজকে আটক করা হয়। এছাড়া ৫০০ লিটার তেল চুরির দায়ে সুমন, আমজাদ ও শহীদকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাদের আদালতে হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট