চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

লকডাউন অমান্য করায় সীতাকুণ্ডে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ জুলাই, ২০২১ | ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লকডাউন না মেনে দোকানপাট খোলা রাখায় একটি খাবার হোটেলসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো লকডাউন মানছেন কিনা তা দেখতে বৃহস্পতিবার সীতাকুণ্ডের প্রায় সব বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাত ৮ টার পর রেস্টুরেন্টের ভেতরে বসিয়ে ক্রেতাকে খাওয়ানোর অভিযোগে সীতাকুণ্ড বাজারের রাজবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/সৌমিত্র/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট