চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

৩০ সেকেন্ডেই বাইসাইকেল চুরি করে কিশোর, ২ সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৭ জুলাই, ২০২১ | ১০:০৩ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ির ডিটি রোড এলাকায় পৃথক অভিযানে বাইসাইকেল চুরির দায়ে ১৪ বছর বয়সী এক কিশোরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পুলিশের ভাষ্য-ওই কিশোর মাত্র ৩০ সেকেন্ডই তালা কেটে বাইসাইকেল চুরি করতে পারে। এ পর্যন্ত শতাধিক বাইসাইকেল চুরি করেছে সে। সাইকেল চুরির কোতোয়ালী থানার মামলায় ২ বার  জেলও খেটেছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত হলেন: মো. আবির (ছদ্মনাম)  (১৪) ও তার সহযোগী মো. বিশাল (১৯) এবং তাহেরা বেগম (৫০)। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ১৪ বছর বয়সী ওই কিশোর চট্টগ্রামে সাইকেল চোর চক্রের মূল হোতা। যেহেতু সাইকেল চুরির ঘটনায় অধিকাংশ ভুক্তভোগী মামলা করেন না, তাই তার বিরুদ্ধে মামলা রয়েছে মাত্র ৩টি। সাইকেল চুরির অপরাধে কারাগারেও গিয়েছিল সে। তবে বয়স কম হওয়ায় ছাড়া পেয়ে যায়।

তিনি বলেন, গ্রেপ্তার ওই কিশোর পেশাদার চোর। সে শুধু বাইসাইকেল চুরি করে। বয়স কম হওয়ায় কেউ তাকে সন্দেহ করে না। তাই হুট করেই যেকোনো ভবনে ঢুকে পড়ে। একপর্যায়ে সাইকেলের তালা কাটা শেখে। এরপর বিভিন্ন ভবনে ঢুকে চুরি শুরু করে। এখন তালা ভেঙে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বাইসাইকেল নিয়ে হাওয়া হয়ে যায়। এ বয়সেই সে শতাধিক সাইকেল চুরি করেছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট