চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে ৪০ লাখ টাকার পামওয়েলসহ ৫ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২১ | ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে চোরাইকৃত ১৪ হাজার ১২০ লিটার পামওয়েলসহ ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় দুইটি ট্রাকও জব্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিজানুর রহমান (৩০), মো. মাকসুদুর রহমান (২৬), মো. জানে আলম (৫২), মোহাম্মদ তাহের (৩০) এবং মো. মঞ্জুর আলম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার। পূর্বকোণকে তিনি বলেন, অবৈধ উপায়ে চোরাইকৃত পামওয়েল ক্রয়-বিক্রয় করার জন্য কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় মজুদ করেছিল তারা। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় চোরাইকৃত ১৪ হাজার ১২০ লিটার পামওয়েল ও দুইটি ট্রাক জব্দ করা হয়। চোরাইকৃত এসব পামওয়েলের বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা। আর জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে পামওয়েল মজুদ করে জনগণের নিকট বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট