চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৫ জুন, ২০২১ | ১০:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মৎস্য খামারে মাছ ধরার সময় বজ্রপাতে বেলাল উদ্দীন (২৩) নামের এক যুবক মারা গেছে।

শনিবার (৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনায় এ ঘটনা ঘটে। বেলাল ওই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ। পূর্বকোণকে তিনি বলেন, শনিবার ভোরে তলিয়াঘোনা নিজস্ব খামারে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। এ সময় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাতের সময় বেলাল তার মৎস্য খামারে মাছ ধরছিল। মাছ ধরার সময় বজ্রপাতে স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে খামারের অন্যরা কিছুটা দূরে থাকায় তাদের কোন ধরনের ক্ষতি হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ পূর্বকোণকে বলেন, বজ্রপাতে কেউ মারা গেলে সরকারের পক্ষ থেকে তার পরিবারকে ক্ষতিপূরণ বা অনুদান দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু খুটাখালী ইউপি চেয়ারম্যান বজ্রপাতে মৃত্যুর সংবাদটি অবহিত করেননি।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট