চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সম্পত্তি বিক্রি করে আত্মগোপনে,পাওনাদারের মামলায় গ্রেপ্তার আলতাফ

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২১ | ৯:৩৭ অপরাহ্ণ

পাওনাদারদের মামলা দায়েরের পর পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আত্মগোপনে চলে যায় চকবাজারের স্থায়ী বাসিন্দা মো. আলতাফ হোসেন (৪০)। পরে একাধিক মামলায় পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে  শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় জানিয়েছেন চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর।

গ্রেপ্তারকৃত মো. আলতাফ হোসেন চকবাজার থানার ঘাসিয়াপাড়ার মৃত হাজী নুরুল ইসলামের ছেলে।

ওসি মোহাম্মদ আলমগীর জানান, প্রাপ্য টাকা না পেয়ে পাওনাদার আদালতে মামলা দায়ের করলে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আত্মগোপনে চলে যায় আলতাফ। গ্রেপ্তার এড়াতে আত্মগোপন থাকা অবস্থায় ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করতো। আলতাফের বিরুদ্ধে চকবাজার থানায় ৮টি মামলায় সাজা পরোয়ানা ছাড়াও চান্দগাঁও ও পাহাড়তলী থানায় আরো মামলা আছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট