চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার মধুবনে, সাড়ে ১৪ লাখ অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২ জুন, ২০২১ | ৮:৩৫ অপরাহ্ণ

ছয়টি পণ্যের লাইসেন্স নিয়ে ১৪ ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল মুধুবন। নেই পণ্যের মোড়কজাতের নিবন্ধন সনদ। সেইসাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বুধবার (২ জুলাই) নগরীর ইপিজেড ও মুরাদপুর এলাকায় র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বলে জানান বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ ।

তিনি জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে লাইসেন্স না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি, পণ্য মোড়কের নিবন্ধন সনদ না নেয়া ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন করায় মধুবনকে সাড়ে ১৪ লাখ ও ইপিজেড এলাকার পোর্ট ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধ পুনরায় না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট