চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

রয়েল বাংলা, তোফা ফুডসহ তিন বেকারি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২১ | ৯:৫২ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী ও পতেঙ্গা এলাকার রয়েল বাংলা সুইট, তোফা ফুড ও ওভেন ফ্রেশ নামের তিন বেকারি মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুন) দুপুরে বিএসটিআই কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক অভিযানে এই জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান পূর্বকোণ অনলাইনকে বলেন, প্রতিষ্ঠন তিনটি একটি পণ্যের অনুমোদন নিয়ে একধিক পণ্য উৎপাদন করছে যার বেশির ভাগই মানহীন। এছাড়া কারখানার ভেতরে উৎপাদিত পণ্য খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে। যাতে মাছি উড়ছিল। একটি কারখানায় বৃষ্টির পানি পড়ছিল। বেশির ভাগ কার‌খানায় উৎপাদিত পণ্যে ব্যবহৃত উপকরণগুলো মানহীন ও মেয়াদ উত্তীর্ণ। এসব অপরাধে রয়েল বাংলা সুইটকে ৬ লাখ টাকা , তোফা ফুডকে ৩ লাখ টাকা ও ওভেন ফ্রেশ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট