চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

রেশন ও মাসোহারা চান ভাসানচরের রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২১ | ৯:৪০ অপরাহ্ণ

ভাসানচরে রেশন ও পাঁচ হাজার টাকা করে মাসোহারার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রোহিঙ্গারা। সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এ বিক্ষোভ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এ বিক্ষোভ করেন। সোমবার সকালে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে গেলে তারা এই দাবি জানান। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহাও প্রকাশ করছেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট