চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানত হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালায় সিটি মেয়র

ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে হজ পালন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে

২৪ জুন, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

শাহ্ আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় এ বছর হজ্ব গমনেচ্ছু দেড় হাজার হাজীর জন্য হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ গত ২২ জুন নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হাজী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন, ধৈর্য ও সবরের পরীক্ষা হলো হজ্ব। বিশ্ব মুসলমানের সর্ববৃহৎ মিলনোৎসব পবিত্র হজ্ব বিশ্বশান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হাজীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে হজ্ব পালনে সরকার নানা পদক্ষেপ নেয়ায় এর সুফল পাচ্ছেন আল্লাহর মেহমান হাজীগণ। মেয়র বলেন, হজ্ব পালনকালে একাগ্রতা, নিষ্ঠা, নিয়তের বিশুদ্ধতা ও হালাল উপার্জন জরুরি। হাজীদের জন্য শাহ আমানত হজ্ব কাফেলার নেয়া নানামুখী সেবামূলক পদক্ষেপের প্রশংসা করেন তিনি। মেয়র বলেন, হজ্ব ব্যবস্থাপনা হতে হবে হাজীবান্ধব। হাজীদের নিয়ে নিছক ব্যবসা করা যাবে না। হাজীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে হজ্ব পালন করে আল্লাহর নৈকট্যার্জনের তাগিদ দেন তিনি। কর্মশালা ও হাজী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএমএ কেন্দ্রীয় সহ সভাপতি ডা. শেখ শফিউল আজম। তিনি বলেন, হজ্ব পালনকালে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। সুস্থ শরীরে হজ্ব পালনের জন্য শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে চলা জরুরি। সভাপতির বক্তব্য রাখেন কাফেলার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইয়াছিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন, জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, জমিয়তুল ফালাহ্র ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী, জামেয়ার প্রভাষক আল্লামা সৈয়দ ইউনুস রিজভী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভা-ারী (ক.) ট্রাস্টের সচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, ডা. আবদুল করিম, বাংলাদেশ বিমানের কর্মকর্তা নুরুল আবছার, এম.এ. কুদ্দুস। কাফেলার সিনিয়র এক্সিকিউটিভ মুহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় হজ্বকালীন করণীয় নিয়ে পুরুষ ও মহিলা হজ্ব গমনেচ্ছুদেরকে পৃথক ব্যবস্থাপনায় প্রজেক্টরের মাধ্যমে দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ দেন কাফেলার মুয়াল্লিম চ.বি অধ্যাপক ড. এ.এস.এম বোরহান উদ্দিন, পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন ও মুহাম্মদ নঈম উদ্দীন জহুর, পরিচালক আলহাজ্ব এটিএম শাহজালাল, মুয়াল্লিম মাওলানা আবুল হাসান মুহাম্মদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট