চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

মিরসরাইয়ে ২ যন্ত্রশিল্পী নিহত: ‘ঘুমিয়ে থাকা’ সেই লরি চালক গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

১৫ মার্চ, ২০২১ | ৩:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় লরি চালক আক্কাস আলীকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আক্কাসের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ‘রবিবার দিবাগত রাতে লরি চালক আক্কাসকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আক্কাস জানিয়েছে দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সকালে (১৫ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় একটি লরির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ যন্ত্রীশিল্পী নিহত হন এবং আহত হন ৬ জন। ঘটনার পর এসআই মাহবুব বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে লরি চালক আক্কাসকে আসামি করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট