চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বিআরটিএ ভবনের গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:৪৩ পূর্বাহ্ণ

নগরীর হাটহাজারী রোডের বায়েজিদ এলাকার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মেট্রো সার্কেল-১ ভবনের রেকর্ড রুম ও গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় ওই ভবনে নিচতলায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে হাটহাজারী ও বায়েজিদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহত না হলেও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়া আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এছাড়া ওই ভবনের দ্বিতীয় তলায় সার্ভার রুমেও আগুন পৌছেছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ভবনে ধোয়ার কারণে কাউকে প্রবেশ করতে দেয়নি ফায়ার সার্ভিস। সরকারি ভবনটি পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘিরে রেখেছে।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের (২ ও ৩) উপ সহকারি পরিচালক ফরিদ আহমেদ পূর্বকোণকে বলেন, আগুন লাগার তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি। এছাড়া আগুনে কোন হতাহতও হয়নি। তবে যেহেতু গোডাউনে আগুন লেগেছে তাই সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট