চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) বার্ষিক ওরশ আজ

নিজস্ব সংবাদদাতা হ আনোয়ারা

২০ জুন, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

আজ বৃহস্পতিবার হযরত শাহ মোহছেন আউলিয়ার (র.) এর বার্ষিক ওরশ। আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট মাজার প্রাঙ্গণে এ ওরশ অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এ বারেও ভক্তগণ ওরশ পালনে প্রস্তুতি নিয়েছে। ওরশকে ঘিরে বটতলী এলাকার আশেপাশে কয়েকটি গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। জাতি ধর্ম নির্বিশেষে বটতলীতে মিলন মেলায় পরিণত হবে। প্রতিটি পরিবারে স্বজনদের উপস্থিতি লক্ষ্যণীয়। তাছাড়া পুরো রুস্তমহাট এলাকায় ওরশকে ঘিরে মেলা বসেছে। ওরশ উপলক্ষে কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির আজকার, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআনখানি মিলাদ মাহফিল ও তবরুক বিতরণের কর্মসূচি নিয়েছে। এদিকে ওরশে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সুশৃঙ্খলভাবে যাতায়াতের সুবিধার্থে বন্দর সেন্টার, শাহ্ মোহছেন আউলিয়া (রা:) ডিগ্রি কলেজ পয়েন্ট, শোলকাটা রাস্তার মাথা, আইনমঙ্গল, কালিবাড়ি মোড় এলাকায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। শতাধিক পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কী জানান, কোন ধরণের যাতে বিঘœ সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্কতা অবলম্বন করেছে। উপজেলা প্রশাসন থেকে সর্বাক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়। দূর দূরান্ত থেকে গতকাল থেকে মাজার জেয়ারতে লোকজন আসতে শুরু করেছে। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী মাজার এলাকা পরিদর্শন করেছেন। সুষ্ঠুভাবে ওরশ সম্পন্ন করতে মাজার কমিটিকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট