চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাঁদাবাজমুক্ত ব‌্যবসাবান্ধব নগরী গড়ব: রেজাউল

১২ জানুয়ারি, ২০২১ | ৬:৪০ অপরাহ্ণ

নগরীর বহদ্দারহাটের স্বজন সুপার মা‌র্কেট ব‌্যবসায়ী কল‌্যাণ স‌মি‌তির সা‌থে মতবি‌নিময় সভা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চ‌সিক নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল ক‌রিম চৌধুরী। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপু‌রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রেজাউল করিম চৌধুরী ব‌লেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরু‌দ্ধে আ‌মি সব সময় জনগণ‌কে নি‌য়ে মা‌ঠে ছিলাম। উন্নয়‌নের নেত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা চট্টগ্রাম‌কে দ‌ক্ষিণ এ‌শিয়ার অর্থ‌নৈ‌তিক হাব হিসা‌বে গ‌ড়ে তুল‌তে সুদূরপ্রসারী প‌রিকল্পনা নি‌য়ে কাজ কর‌ছেন। চট্টগ্রা‌মের মানু‌ষের দেখ-ভাল করার জন‌্য তি‌নি আমা‌র উপর আস্থা রে‌খে দা‌য়িত্ব ‌দি‌তে চান। চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র‌ হি‌সে‌বে নির্বা‌চিত কর‌তে তি‌নি আমা‌কে নৌকা প্রতীক দি‌য়ে আপনা‌দের কা‌ছে পা‌ঠি‌য়ে‌ছেন। আ‌পনা‌দের ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে আ‌মি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব‌্যবসাবান্ধব মহানগরী গ‌ড়ে তুলব, ইন-শা-আল্লাহ।
আ‌গে জনগণ‌কে নি‌য়ে রাজপ‌থে এস‌বের বিরু‌দ্ধে ছিলাম। মেয়র হ‌য়ে রাজপথ ও প্রশাস‌নিক দপ্ত‌রের শ‌ক্তি দি‌য়ে মাদক, সন্ত্রাস, দুর্ণী‌তি চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম তোলা অসম্ভব কিছু নয়। হো‌ল্ডিং ট‌্যাক্স, ট্রেড লাই‌সেন্স, মশক নিধন, বর্জ‌্য অপসারন, যানজট, জলাবদ্ধতা, প‌রি‌বেশ সংরক্ষন সংক্রান্ত অন‌্যান‌্য সকল নাগ‌রিক সমস‌্যা যা আ‌ছে তা সকল শ্রেণির প্রতি‌নি‌ধির পরামর্শক্রমে সম‌ম্বিত পরিকল্পনা দূর কর‌তে আ‌মি জন‌নেত্রী শেখ হাসিনার সহ‌যো‌গিতা নি‌য়ে কাজ ক‌রে যাব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লী‌গের মু‌ক্তি‌যোদ্ধাবিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দী‌কি, মোহাম্মদ শাহজাহান সু‌ফি সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন। কল‌্যাণ স‌মি‌তির সভাপ‌তি দে‌লোয়ার হো‌সেন লিট‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদারের সঞ্চালনায় সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন আবুল কা‌শেম, এখ‌তেয়ার হো‌সেন, দিদারুল আলম, খোর‌শেদ আলম, শাহ আলম, মামুন খ‌লিফা, আবদুর র‌শিদ, হারুনুর র‌শিদ প্রমুখ নেতৃবৃন্দ।
পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট