চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

ফেনী থেকে চট্টগ্রাম আসছিল ফেনসিডিল, সীতাকুণ্ডে আটকাল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২১ | ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী সদরের পূর্ব বিজয়সিং এলাকার মো. হারুনের ছেলে মো. হারিছ উদ্দীন (২৫) ও একই জেলার ধুমসাদ্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহরুখ খান (২০)।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় ফেনী থেকে চট্টগ্রামুখী একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজক হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে পালানো চেষ্টা করে। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে চালকের আসনের নিচ থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে সেগুলো মাদকসেবীদের কাছে বিক্রি করতো।

 

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট