চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাস্তা -খাল দখল করে ব্যবসাপাতি

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারি, ২০২১ | ৭:৫৮ অপরাহ্ণ

রাস্তা ও খালের জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) নগরীর বাকলিয়া মিয়াখান নগরের ডিসি রোডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এইসব ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে।

অভিযানে চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, সড়কের ও খালের জায়গা দখল করে গড়ে উঠা  এসব স্থাপনা অভিযানকালে অপসারণ করা হয়। যারাই রাস্তা, ফুটপাত ও খালের জায়গা দখল করে জন দুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি।

অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট