চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে নির্বাচন কবে, নৌকা কার?

তৃতীয় ধাপের তফসিলেও নেই নির্বাচনের তারিখ

জাহেদুল আলম, রাউজান

৩ জানুয়ারি, ২০২১ | ১:৩০ অপরাহ্ণ

ইতিমধ্যে দেশে পৌরসভার প্রথমধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২য় ও ৩য় ধাপের নির্বাচনের তফসিলও ঘোষণা দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। ঘোষিত সর্বশেষ ৩য় ধাপের ভোটের তালিকাতেও নেই রাউজান পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের তারিখ। তবে কি ৪র্থ ধাপে নাকি ৫ম ধাপে অনুষ্ঠিত হবে রাউজান পৌরসভার ভোট ? এমন প্রশ্নই দেখা দিয়েছে রাউজান পৌরসভার পথ প্রান্তরের ভোটার থেকে সাধারণ মানুষের মাঝে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, নানা কারণে এ পৌরসভার ভোট নিয়ে আগ্রহের শেষ নেই জনগণের কাছে। প্রায় প্রতিদিনই হাট-বাজার, অফিস, আদালত, পাড়া-মহল্লা, জমজমাট ও কোলাপূর্ণ স্থান মুন্সিরঘাটা চত্বরসহ মাঠ-ঘাটে প্রশ্ন উঠছে কোন মাসে ভোট এ পৌরসভার? ভোটার কিংবা সাধারণ জনগণ একে অপরের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানতে চাচ্ছে ফেব্রুয়ারি নাকি মার্চে নির্বাচন হবে এ পৌরসভার। তাছাড়া বহুল আলোচিত আওয়ামী লীগের টিকিট ‘নৌকা’ কার কপালে জুটছে, তা নিয়েও আলোচনার শেষ নেই নির্বাচনী মাঠে।

 

তবে ৩য় ধাপের তফসিলেও রাউজানের ভোটের তারিখ ঘোষণা না হওয়ায় বর্তমানে অনেকে মনে করছেন ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আসতে পারে। এদিকে নির্বাচনের জন্য যেন তর সইছেনা এখানকার উৎসুক ভোটার, সাধারণ জনগণ এবং এমনকি মেয়র, কাউন্সিলর প্রার্থীদেরও। যতই নির্বাচন পিছিয়ে যাচ্ছে, ততই উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে আগ্রহী প্রার্থী ও সমর্থকদের।

১ম, ২য়, ৩য় ধাপে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন সম্ভাবনায় মেয়র, কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে শুরুতে ব্যাপক তৎপরতা, দোড়ঝাঁপ, এলাকায় সভা, সমাবেশ, বৈঠক, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থীতার কথা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। তবে নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৪ মার্চ। এ কারণে ২৪ মার্চের মধ্যে এ পৌরসভার নতুন নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাদকতা রয়েছে।

এদিকে আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে রাউজান পৌরসভা আওয়ামী লীগ ইতিমধ্যে এক বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে বর্তমান প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের নাম ঘোষণা দিয়ে জেলা নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেছে।

 

এছাড়াও এখানে সরকারি দলের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বর্তমান মেয়র দেবাশীষ পালিত, সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী রানা। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক মনজুরুল মঞ্জু, বিএনপি নেতা সেকান্দর চৌধুরী, পৌরসভার বিএনপির সি. সহ-সভাপতি আবু আহমদ, যুবদল নেতা সাবের সুলতান কাজল, সাবেক মেয়র পুত্র আনিসুর রহমান। জাতীয় পাটির (এরশাদ) থেকে নির্বাচন করতে চান সংগঠনের উত্তর জেলা সি. সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আকবর।

 

পূর্বকোণ/পি-মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট