চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলেও ব্যবস্থা : হানিফ

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)  নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেইসাথে দলের নেতাকর্মীরদের মধ্যে কেউ বিদ্রোহীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।  আজ শনিবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কাজীর দেউড়ির মোড়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ  এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। যারা ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন, তাদের পরবর্তীতে আর নৌকা প্রতীক দেয়া হয়নি। বিদ্রোহী প্রার্থীর পক্ষে গিয়ে যেসব দায়িত্বশীল ব্যক্তি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মো.সাজ্জাদ হোসেনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌহিদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট