চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পূর্বকোণ ডেস্ক

৬ ডিসেম্বর, ২০২০ | ৯:৩৬ অপরাহ্ণ

কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে  বিভিন্ন জেলা এবং উপজেলায়ও আজ রবিবার (৬ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করা হয়। 

চট্টগ্রাম মহানগরী

নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর কাস্টম হাউজের সামনে থেকে ৩ হাজারেরও অধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। মিছিলটি আগ্রাবাদ মোড় হয়ে এক্সেস রোড পদক্ষিণ করে বড়পোল বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর, জামিল আহমেদ মিলন, মো. লোকমান, মো. কায়সার, ইসমাঈল, টিপু, জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, মো.সালাউদ্দিন, রতন দাশ, আবু নাছের জুয়েল, সাজিবুল ইসলাম সজীব, মো. রাসেল, রাসেদুল আলম ইমু, ইসমাঈল হোসেন, জামাল, কৌশিক রায়, সাইফুল, ইমাম হোসেন, প্রান্ত প্রমুখ।

বন্দরে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মিছিল-সমাবেশ

লোহাগাড়া উপজেলা

উপজেলা ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বতটলী মোটর স্টেশনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম  আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।

মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ বতটলী মোটর স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে  সভাপতিত্ব করেন এ.কে.এম.আসিফুর রহমান চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সহ সভাপতি রিজভী ওয়াহিদ, আসলাম আহমেদ, গাজী আমজাদ, নাইমুর রহমান মুরাদ, সাদ্দাম হোসেন, রায়হান শাওন, মো. মকসুদ, আহসান উল্লাহ ওয়াহিদ, তারেক যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবহান, মো. তামিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক হিরু, সাকিবুল ইসলাম, মো. রাকিব, তারেকুল ইসলাম ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক  তারেকুল ইসলাম তানিম, প্রচার সম্পাদক তামরিন হাসান, দপ্তর সম্পাদক আরফাত চৌধুরী আদর, উপ-গণশিক্ষা সম্পাদক মোশাররফ হোসেন জিদান, উপ-আইন বিষয়ক সম্পাদক মোসলেন উদ্দিন টিটু, সহ সম্পাদক মীম, সাইম তালুকদারসহ আরও অনেকে।

লোহাগাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কাপ্তাই উপজেলা

উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীন মিনার প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে প্রতিবাদ সভায় মিলিত হয়।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন।

আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, স্বপন বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদর রহমান বাবুল, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হানিফ বাবুল প্রমুখ।

কাপ্তাইয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ, মিছিল-সমাবেশ

হাটহাজারী উপজেলা

উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সোহরাব হোসেন চৌধুরী নোমানের নির্দেশনায় বিকালে হাটহাজারী বাসস্টেশন চত্তরে উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতানুল আলম চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সরোয়ার মোর্শেদ তালুকদার, আকতার হোসেন, ইকবাল বাহার, হাসানুজ্জামান বাচ্চু, আজম উদ্দীন, ইউচুপ সরোয়ার, এস এম রাব্বান, আলী আবরাহা দুলাল, সোলায়মান, হারুনুর রশিদ, এইচ এম জাকির, এনামুল হক, মনির হোসেন, তসলিম উদ্দীন, আবুল মনচুর, ইসমাঈল হোসেন, ইঞ্জিয়ার মুহিবুল হক, মো. হারুনুর রশিদ, জয়নাল আবেদীন জসিম, মহসিন খাঁন, আকতার হোসেন চৌধুরী, উদয় সেন, আবু সৈয়দ, মিজানুর রহমান, আরিফুর রহমান রাসেল, সৈয়দ নুররুল আলম, সাহেদুল হক খোকন, দৌস মোহাম্মদ, আবুল মনছুর, আনোয়ার মেহেদী, সুমন চৌধুরী আয়ুব খান লিটন, শওকত এমরান বাবুল, আসম রফিক, জসিম উদ্দীন রকি, রিয়াজ মোর্শেদ, আলতাফ, হানিফ বাবুল, আলম, হানিফ বাদশা, খান সাহেদ, নঈম, মুহিতুল ইসলাম, ইকবাল রায়হান, মোসলেম, শুক্কুর, আলী আকবর, মহরম, সাহেদ প্রমুখ।

হাটহাজারীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কর্ণফুলী উপজেলা

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।  দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, যুগ্ম আহ্বায়ক, এম সাইফুউদ্দিন, মো. মহসিন, সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, এ এ আজাদ সোহেল, ইফতেকার রনি, গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, আবদুল আল নোমান, কফিল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য হাসান, নয়ন, লিটন, নাঈম, ছোটন, আলাউদ্দিন মাঝি, তানবীর আমিন শুভ, সঞ্জয় চৌধুরী, আহমেদ ফয়সাল, তৌহিদ, বাপ্পি, আবু সুফিয়ান সাকিব, এমদাদ রুবেল, ছাত্রলীগ নেতা ইমন, আসাফ, আমজাদ, কাজল, সাকিব, সাইফ, রাসেল, মুন্না, মামুন, সজীব , বাবু, মহিউদ্দিন, সাদ্দাম, আরমান ,আকবর, মাহিন প্রমুখ।

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরআর-মনির-মামুন-শিমুল-নয়ন-এম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট