চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুরাদপুরে বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২০ | ৪:৩৩ পূর্বাহ্ণ

মুরাদপুরের এলুমিনিয়াম গলিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি দোকানের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি দোকানের আংশিক পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানিদের একজন হাজী চুন্নু মিয়া বলেন, রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে রাস্তায় ছড়িয়ে পড়া তার থেকে শর্ট সার্কিটের কারণে থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে অবস্থানরত চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, সরু রাস্তা ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হলেও পৌনে এক ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হই।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা হবে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট