চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

থানছিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বান্দরবান প্রতিনিধি

৩ জুন, ২০১৯ | ২:৩৪ অপরাহ্ণ

বান্দরবানের থানছিতে এক ফেরিওয়ালাকে( হকার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৩ জুন)  সকালে উপজেলার চমি পাড়ার কাছে একটি পাহাড়ি যিনি থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।

ওই হকারের নাম মোহাম্মদ আইয়ুব (৫৫)।

সে চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম কলাউজান এর মৃত গোলাম সুবহানের ছেলে। গত দশ পনের বছর ধরে নিহত ব্যক্তি থানচি উপজেলার বিভিন্ন পাড়ায় নানা ধরনের কসমেটিক চুড়ি ফিতা বিক্রি করে আসছিল। গত ১৪ মে চমি পাড়ায় মালামাল বিক্রি করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। তার কাছে থাকা টাকা পয়সাও ছিনিয়ে নেয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চমি পাড়ার চাই অং পা ম্রো (৩০) ও তাইরো ম্রো (২৪) নামের দুজনকে আটক করেছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়েরুল হক জানিয়েছেন গত ১২ ই মে নিহত ফেরিওয়ালা মোহাম্মদ আইয়ুব ঘর থেকে বের হয়ে মালামাল বিক্রির উদ্দেশ্যে থানচির চমি পাড়ায় যায়। সেখানে ম্রো সম্প্রদায়ের একটি উৎসবে মালামাল বিক্রি করে সে। পরে ১৪ ই মে থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবারের সদস্যরা। তার ভাই মোহাম্মদ আক্কাস থানচি থানায় এসে নিখোঁজের অভিযোগ দেওয়ার পর পুলিশ সন্দেহভাজন চমি পাড়ার চাই অং পা ও তাইরু ম্রোকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আজ সকালে চমি পাড়ার কাছে পাহাড়ি একটি ঝিরি থেকে নিহত ফেরিওয়ালার অর্ধগলিত লাশ উদ্ধার করে। বর্তমানে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। এদিকে প্রবীণ এক ব্যবসায়ীকে হত্যা করায় এ ঘটনা নিয়ে থানছি ও লোহাগাড়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট