চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

ভারতে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি , একদিনে শনাক্ত ৯৯৭১

আন্তর্জাতিক ডেস্ক

৭ জুন, ২০২০ | ১১:৪৯ পূর্বাহ্ণ

মরণঘাতী করোনাভাইরাসের কবোল থেকে রক্ষা পাচ্ছে না ভারতও। দিন দিন এর সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। স্পেনকে ছাড়িয়ে সংক্রমণের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক ৯ হাজার ৯৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ‍আজ রবিবার (৭ জুন) দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৭ জন।

অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) এর পরিচালক ডা. রনদীপ গুলেরিয়া বলেন, ‘আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়া অব্যাহত থাকতে পারে। তবে জাতীয় পর্যায়ে গণসংক্রমণ এখনো দেখা যায়নি।’

ভারতের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৬৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন।

এরপর সর্বাধিক আক্রান্ত রাজ্য তামিলনাড়ু। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ১৫২। এ রাজ্যে টানা ছয় দিন ধরে দৈনিক এক হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

ভারতে করোনা থেকে সুস্থতার হার ৪৮ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন