চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

করোনাভাইরাস

পতেঙ্গা সৈকতে জনসমাগম নিষিদ্ধ: সিএমপি

১৮ মার্চ, ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম প্রতিরোধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান তার ফেসবুক একাউন্ট থেকে এ ঘোষণা দেন। মো. মাহাবুবর রহমান বলেন, সরকার করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, উদ্ভুদ পরিস্থিতিতে সবাই যেখানে বাড়িতে সতর্কতার সঙ্গে থাকবেন, সেখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন। তাই পুলিশের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা আশা করব সবাই এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঘোরাঘুরি থেকে নিজেদের বিরত রাখবেন।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট