চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

রাঙ্গুনিয়ায় ইফতার মাহফিলে বক্তারা

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে পূর্বকোণ পাঠকপ্রিয়তা অর্জন করেছে

নিজস্ব সংবাদদাতা

২৩ মে, ২০১৯ | ২:২১ পূর্বাহ্ণ

সমাজ পরিবর্তনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সমাজের অসঙ্গতি দূর করতে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল সংবাদপত্র। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক পূর্বকোণ পাঠকপ্রিয়তা অর্জন করেছে। চট্টগ্রামের সাধারণ মানুষের হৃদয় জয় করে নিয়েছে পত্রিকাটি। অনেক জাতীয় পত্রিকার সংবাদ প্রকাশ ও নির্মাণ শৈলীতে ভুল ত্রুটি লক্ষ্যণীয় হলেও চট্টগ্রামের মধ্যে আঞ্চলিক সংবাদপত্র হিসেবে দৈনিক পূর্বকোণ একটি নির্ভুল সংবাদপত্র হিসেবে পাঠক মহলে সমাদৃত। জাতীয় সংবাদপত্রের সাথে প্রতিযোগীতা করে সমাজ পরিবর্তনে গত চৌত্রিশ বছর ধরে পূর্বকোণ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তৃণমূলের মানুষের কথা তুলে ধরে বৃহত্তর চট্টগ্রামে সংবাদপত্রের জগতে এক নতুন দিগন্ত রচনা করেছেন দৈনিক পূর্বকোণ। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে চট্টগ্রামের পাঠকদের মাঝে নিজেদের স্বকীয়তা অর্জন করেছে পত্রিকাটি। চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী পূর্বকোণ রাঙ্গুনিয়ার মানুষের এক পরম আত্মীয়। রাঙ্গুনিয়াবাসীর সাথে পূর্বকোণের এই সম্পর্ক আরো গভীর হবে।
গতকাল বুধবার রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনীস্থ দাওয়াত রেস্টুরেন্টে দৈনিক পূর্বকোণের উদ্যোগে পূর্বকোণের প্রতিষ্ঠাতা চট্টলদরদী মরহুম ইউসুফ চৌধুরী ও প্রয়াত সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
দৈনিক পূর্বকোণের রাঙ্গুনিয়া প্রতিনিধি জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দী, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মরিয়মনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, অধ্যাপক ড. আবদুল মাবুদ, মো. এরশাদ হোসেন, পারভেজ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, নির্বাহী সদস্য মো. ইলিয়াছ, এম এ কোরেশি শেলু, এবি ব্যাংকের কর্মকর্তা মিথুন রায়, ব্যবসায়ী মাহবুব আলম সিকদার, রহমত উল্লাহ শাহীন, প্রবাসী শাহাব উদ্দিন, পত্রিকা এজেন্ট মো. আবু তাহের, মো. হোসেন, লিটন বসাক প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট