রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম-দোহাজারী রুটের গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের পাশে তুলাতল এলাকায় অবৈধভাবে রেলওয়ের জায়গা বালি দিয়ে ভরাট করা হচ্ছে। প্রায় ৫২ শতক আয়তনের জমিটি ভরাটের পর নির্মাণ করা হবে দুই শতাধিক দোকান। জানা গেছে, বাজার বসানোর জন্য ওই জমিতে নির্মাণ করা হবে দোকান। সেই লক্ষ্যে গত কয়েকদিন ধরে ট্রাকে করে বালি ফেলে ভরাট করা হচ্ছে। গত আগস্ট মাসে গোমদণ্ডী স্টেশন মাস্টারসহ সকল লোকবল সরিয়ে নিয়েছে রেলওয়ে। ফলে লোকবল শূন্য রয়েছে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন। এই সুযোগে একটি সিন্ডিকেট বালি ফেলে ভরাট […]