‘পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও। তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও’। কামিনী রায় তার ‘সুখ’ কবিতায় এভাবেই নিজে অন্যের মাঝে সুখ খুঁজে পেয়েছেন। মানুষ হিসেবে প্রত্যেকেরই এই ধরনের মানসিকতা থাকা উচিত। একজনের বিপদে-আপদে কিংবা অসহায় মুহূর্তে সহযোগিতা করতে পারার মাঝে কি যে সুখ তা কেবল নিঃস্বার্থ উপকারী মানুষই বলতে পারেন। সমাজে যাদের পরিচয় স্বেচ্ছাসেবী হিসেবে। কথায় আছে, যাঁরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন তাঁরা ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ান’। শুধুমাত্র নিজের মানবিক দৃষ্টিকোণ […]