সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়া। তিনি আমিরাতের আল আইনে থাকেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) র্যাফেল ড্র এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। আর এই লটারির বিজয়ী হিসেবে ওঠে নূর মিয়া শামসু মিয়ার নাম। লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার সমান। জানা যায়, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন […]