বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে না প্রত্যাশা অনুযায়ী গাড়ি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন ৬৬ হাজারের বেশি গাড়ি চলার কথা থাকলেও চলছে সাড়ে ছয় হাজার গাড়ি। নগরীর লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ ‘শহীদ ওয়াসিম আকরাম’ এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে র্যাম্পের মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সংযোগের ব্যবস্থা রয়েছে। এসব র্যাম্পের নির্মাণকাজ শেষ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যবহার বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। অন্যদিকে, এ বছরের মধ্যে র্যাম্পের কাজ শেষ হবে […]