চড়া বাজারের মধ্যেই বন্দরনগরে গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আরও ৫ সবজির। বিপরীতে দাম কমেছে তিনটির। তবে অপরিবর্তিত আছে মাছ-মাংসের বাজার। আসন্ন কোরবানির ঈদ ঘিরে চাহিদা বাড়লেও স্বস্তি মিলছে মসলাজাত পণ্যের বাজারে। গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, কাজীর দেউড়ি, চকবাজার, খাতুনগঞ্জ, কর্ণফুলী কমপ্লেক্স, আতুরার ডিপোসহ বিভিন্ন এলাকা ঘুরে বাজারদরের এমন চিত্রই দেখা গেছে। বন্দরনগরে গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ঝিঙে, কাঁকরোল, মিষ্টি কুমড়া, শসা, ঢেঁড়স ও লতির। এরমধ্যে ৩০ টাকা বেড়ে ঝিঙে ১২০, মিষ্টি কুমড়া ও শসা ৯০, […]