বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং অ্যাম্বেসি কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশে যেতে হচ্ছে ভিসার জন্য। তাই বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর অ্যাম্বেসি বা কনস্যুলেট স্থাপনের দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব মেহেদী হাসান আশিক বলেন, বাংলাদেশে অ্যাম্বেসি বা কনস্যুলেট না থাকায় ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য বাইরে যেতে হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ও সময় অপচয় হচ্ছে। আমাদের একটাই দাবি, বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর অ্যাম্বেসি বা কনস্যুলেট স্থাপন করতে হবে।
সংকট সমাধানে চার দফা প্রস্তাবনা দিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ––
২) কার্যক্রমের গতি বৃদ্ধি: স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে, ফলে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা নিতে পারবেন।
৩) সেবা প্রদানে গুণগত মান বৃদ্ধি: বাংলাদেশে সরাসরি এম্বেসি/কনস্যুলেট কার্যক্রম চালু থাকলে নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবেন এবং কোনও দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন।
৪) স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন: এই পদক্ষেপে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ