চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাজধানীতে বাসায় লুটপাট, দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাত দল

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৪ | ৭:৩৫ অপরাহ্ণ

দিনদুপুরে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ডাকাতি হয়েছে। লুটপাটের পর ডাকাতরা গৃহকর্ত্রীর দুধের শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে।

 

শুক্রবার সকালে এ ঘটনার পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। যে বাসায় ডাকাতি হয়েছে সেখানে স্বামী ও সন্তান নিয়ে থাকেন ফারজানা আক্তার; যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। 

 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে একদল ডাকাত ফারজানার বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের ফুটফুটে সন্তানটিও নিয়ে গেছে।

 

নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী গণমাধ্যমকে বলেন, সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, ডাকাতরা তাদের শিশুসন্তানকে নিয়ে গেছে। বাচ্চাটি এখনো খুঁজে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ওসি কাশৈনু বলেন, পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট