চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ডিএমসির শিক্ষক ডা. জেবিনকে বদলি, আদেশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৪ | ১০:১২ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ডা. জেবিন জাকিয়া সুলতানাকে বদলি করায় প্রতিবাদ সমাবেশ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। একইসঙ্গে বদলির আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মেডিকেলের ডা. মিলন চত্বরে এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে একাডেমিক ভবন ও বায়োকেমিস্ট্রি বিভাগে যান এবং মেডিকেলের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। এসময় ডা. জেবিনকে বদলি ও মেডিকেল শিক্ষায় অনভিজ্ঞ শিক্ষক নিয়োগের বিরুদ্ধে সরব হন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা মেডিকেলে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মেডিকেল শিক্ষা ব্যবস্থার উপর নানা অনৈতিক হস্তক্ষেপ এবং যোগ্য শিক্ষকদের অযথা বদলি করার মাধ্যমে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্যশিক্ষা ব্যবস্থা।’

তাঁরা বলেন, ‘সাম্প্রতিক ঘটনা থেকে বলা যায়, বায়োকেমিস্ট্রিতে ডিগ্রিধারী ও অভিজ্ঞ শিক্ষিকা ডা. জেবিন জাকিয়া সুলতানাকে রাতারাতি খুলনা বিভাগের একটি মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। এই বদলির ফলে তার স্থানে নিযুক্ত করা হয়েছে গাইনি বিভাগের ফিজিশিয়ানকে, যিনি বায়োকেমিস্ট্রি বা বেসিক মেডিকেল সায়েন্সে শিক্ষা প্রদানের পূর্বে কোনো অভিজ্ঞতা রাখেন না। এটি শুধু অপ্রাসঙ্গিক নয়, বরং শিক্ষার্থীদের শিক্ষার মানের জন্যও ক্ষতিকর।’

ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের পক্ষ থেকে, এই ধরনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদান বন্ধ করতে হবে এবং মেডিকেল শিক্ষায় বিশেষ স্বার্থান্বেষী মহলের অনৈতিক হস্তক্ষেপ রুখতে হবে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট