চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে লাইটিং প্রকল্পের উদ্বোধন

হাটহাজারীতে লাইটিং প্রকল্পের উদ্বোধন

হাটহাজারী সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২০ | ৮:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মেখল’র ব্যবস্থাপনায় লাইটিং প্রকল্প উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব মোহাম্মদ আব্দুল করিম আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ‘হৃদয়ে মেখল’ নামক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সামাজিক সংগঠনের এ ধরনের কাজ অবশ্যই প্রশংসনীয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মত উদ্যোক্তা থাকলে যেকোনো সংগঠন এগিয়ে যাবে। সন্ধ্যার পরই বুঝা যাবে তারা কি করেছে সড়কে লাইট দিয়ে সড়ককে আলোকিত করে।

এ সময় আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ‘হৃদয়ে মেখল’র সভাপতি জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ফাউন্ডেশনের সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, জাহাঙ্গীর সওদাগর, সাধারণ সম্পাদক কাইয়ুম মেম্বার, সিনিয়র সভাপতি মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোরশেদ, আবুল কালাম মাস্টার, ব্যাংকার সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, অর্থ সম্পাদক ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কোভিড-১৯ করোনা মহামারির সময়ে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে ইতিমধ্যে প্রশংসা কুঁড়ানো মেখল মানবিক আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া চিকিৎসক ডা. ইমরুল কায়েসকে ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট