চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমও গেল…

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪২ পূর্বাহ্ণ

দুর্নীতিবিরোধী ইউনিটের (আকসু) চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ উমর আকমল। ঠিক পিএসএল শুরুর দিন পিসিবি এ নিষেধাজ্ঞা দেয়। কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে এবার খেলার কথা ছিল তার। খেলতে তো পারলেনই না, নতুন করে আরেকটি বোঝা এসে পড়লো ঘাড়ে। পিএসএলে চুক্তির অগ্রীম টাকাও ফেরত দিতে বলা হলো পাকিস্তানের বিতর্কিত ব্যাটসম্যানকে। পিএসএলে দেশি-বিদেশি সব খেলোয়াড়কে চুক্তির টাকার ৭০ শতাংশ টুর্নামেন্ট শুরুর আগেই দেওয়া হয়। পিসিবি সূত্র জানায়, কোয়েটার সঙ্গে চুক্তি করায় উমরকেও সমপরিমাণ ফি’র একটি চেক পিসিবি দিয়েছিল। চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পিএসএল ও সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সে নিষিদ্ধ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাকে টাকাগুলো ফেরত দিতে বলা হয়েছে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট