চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

কাপ্তাইয়ে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

কাপ্তাই সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২০ | ৯:২২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে মাস্ক না পরায় পথচারী ও চালককে ৬ মামলায় ৬০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চন্দ্রঘোনার কেপিএম ও বারঘোনিয়া এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাস্কবিহীন সামর্থ্যবানদের জরিমানা ও অপারগদের মাস্ক পরতে শপথ করানো হয়। এছাড়া নোংরা, ছেঁড়া মাস্ক পরা জনসাধরণকে নতুন মাস্ক বিতরণ করা হয়।

মুনতাসির জাহান জানান, অভিযানে অনেকের মুখে মাস্ক নেই দেখা যায়। মাস্ক থাকলেও ব্যবহার করতে অনীহা ভাব বেশি। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে গরীব ও অস্বচ্ছল মানুষদের মধ্যে নতুন মাস্ক বিতরণ করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/মামুন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট