চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সমবায় দিবস পালিত

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সমবায় দিবস পালিত

পূর্বকোণ ডেস্ক

৭ নভেম্বর, ২০২০ | ৫:০০ অপরাহ্ণ

সারাদেশের মতো চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলায় আজ শনিবার (৭ নভেম্বর) ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। পূর্বকোণের বিভিন্ন প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনগুলো তুলে ধরা হল।
হাটহাজারী
উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সুলতান আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউএনও রুহুল আমিন। 
সহকারী পরিদর্শক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন, সমবায়ী প্রভাকর চৌধুরী, আলমগীর হোসেন।
সমবায়ের উপর প্রবন্ধ পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ। আলোচনা সভার আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
সন্দ্বীপ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যে সন্দ্বীপেও ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালির মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা।
উপজেলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমবায় সংগঠক রহিম উল্ল্যাহ, শামসুল আলম খোকন, কামরুল হাসান টিটু, আসিফ আক্তার, আবদুল হান্নান, সাংবাদিক ইসমাঈল হোসেন মনি প্রমুখ।
পূর্বকোণ/শিমুল-নরোত্তম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট