চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় জব্দ করা ইলিশ বিতরণ এতিমখানায়

রাঙ্গুনিয়ায় জব্দ করা ইলিশ বিতরণ এতিমখানায়

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২০ | ১০:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে ইলিশ বিক্রি বন্ধে সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে আগেই ইলিশ বিক্রেতারা মাছগুলা ফেলে পালিয়ে যান। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রোয়াজারহাট মাছ বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাঁচায় রাখা ২৫ কেজি ইলিশ জব্দ করে পরে তা স্থানীয় মাদ্রাসার এতিমখানায় দিয়ে দেয়া হয়।

স্বপন চন্দ্র দে বলেন, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্য করে শুক্রবার উপজেলার রোয়াজারহাট মাছ বাজারে ইলিশ বিক্রির খবরে অভিযান চালানো হয়। এ সময় ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে তা স্থানীয় একটি এতিমখানা দেয়া হয়।

 

 

 

পূর্বকোণ/জিগার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট