চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

bdr

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ‌্য সংরক্ষণের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

প‌ণ্যের মোড়‌কে মূল‌্য ঘষামাজা ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ‌্য সংরক্ষণ করায় নগরীর বঙ্গবন্ধু এ‌ভি‌নিউর সুলতান মার্টকে ১৫ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বায়ে‌জিদ ও পাঁচলাইশ থানা এলাকায়  অ‌ভিযানে ৪ প্র‌তিষ্ঠান‌কে ব‌ত্রিশ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক  ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বা‌য়ে‌জিদ থানার অ‌ক্সি‌জেন এলাকার হাফছা হা‌নিফ মে‌ডি‌সিন ওশান‌কে মেয়াদ ‌বিহীন ওষুধ সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।পাঁচলাইশ থানার বি‌বিরহাট এলাকার মসলা মিলগু‌লো প‌রিদর্শন করা হয়। এসময় হ‌রিণ মার্কা মসলা‌কে মোড়কে যথাযথ তথ‌্য না দেয়ায় ৬ হাজার টাকা ও উট মার্কা মসলাকে মেঝেতে মসলা প্রসেস করায় ৫ হাজার জ‌রিমানা করে সতর্ক করা হয়।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান হাসানুজ্জামান।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট