চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নামেই বিকাশের দোকান, চলে দেদারছে ইয়াবার টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২০ | ১০:৪৩ অপরাহ্ণ

ইয়াবার টাকা লেনদেনের সুবিধায় বিকাশের দোকান দেন মাদক কারবারী অমর দাশ (৪৫)। শনিবার (২৫ জুলাই) রাতে  কদমতলী রেলওয়ের সংকেত কারখানার সামনে থেকে ৮ হাজার পিস ইয়াবা নিয়ে এক সহযোগীসহ  গ্রেপ্তার হয় ডবলমুরিং থানা পুলিশের হাতে। পরে অমর দাশের দেয়া তথ্য অনুযাযী তার বাসা থেকে একটি ল্যাপটপ, আরও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ রবিবার  আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আসামিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে বিচারক।

গ্রেপ্তারকৃত  অমর দাশ কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ মনীন্দ্র দাশের ছেলে। তার সহযোগী অলি উল্লাহ (৩৮) চাঁদপুর জেলার সদর থানাধীন বাঁশগাড়িচর এলাকার ছিদ্দিক খালাসীর ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, বেশ কয়েক ধরে ইয়াবার ব্যবসা করে আসছে অমর দাশ। ইয়াবার টাকা লেনদেনের সুবিধার জন্যই বেছে নিয়েছিলেন বিকাশের ব্যবসাকে। ২০১৮ সালের কোতোয়ালি থানায় দায়ের করা মাদক মামলার আসামি সে। রিয়াজউদ্দিন বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে পাইকারি হিসেবে ইয়াবা সরবরাহ করে আসছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট