চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্রেতা বিক্রেতার চাপ কমাতে প্রতিদিন চলবে বেচাকেনা

রাউজানে এবার পশুর হাট ১৬টি

 রাউজান সংবাদদাতা

১৭ জুলাই, ২০২০ | ৪:২৮ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজানে এবার পশুর হাট আগের বছরের তুলনায় কমিয়ে আনা হয়েছে। এবার ১৪ ইউনিয়নে ১৪টি এবং পৌরসভার এলাকায় ২টিসহ মোট ১৬টি গরু-ছাগলের হাট বসবে। এসব গরু ছাগলের হাটে ক্রেতাদের চাপ কমাতে এবার সাপ্তাহিক নয়, প্রতিদিন হবে পশু বেচাকেনা। ২০ জুলাই থেকে এসব কোরবানীর হাটে পশুর হাটে বেচাকেনা শুরু হবে বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল তিনটায় এসব তথ্য জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ।
তিনি বলেন ‘গরু ছাগলের বাজারে আমরা ক্রেতা-বিক্রেতাদের চাপ কমাতে চাই। পাশাপাশি যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে, বয়স্ক ও ছোট ছেলেরা যাতে বাজারে না আসে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের দিক নিদের্শনা দিয়েছি। এবার আমরা প্রতিদিন পশুর হাট বসার অনুমতি দিয়েছি, যাতে ক্রেতার ভিড় না হয়।‘

স্থানীয় সূত্রে জানা যায়, বরাবরের মতো পৌরসভা এলাকায় সবচেয়ে বড় পশুর হাট দুটি এবারও মিলবে। এ দুটি হাট হচ্ছে, প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজার। ফকিরহাট বাজারের ইজারাদার সাদিকুজ্জামান শফি বলেন ‘এবার উপজেলা প্রশাসনের নির্দেশে ফকিরহাটের কোরবানী পশুর বাজার বসবে আদালত ভবন এলাকায়। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি রক্ষা, লাইটিংসহ সরকারি বিধি মেনে কোরবানীর পশুর হাট বসানের উদ্যোগ নিয়েছি আমরা।’

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন ‘চারাবটতল বাজারে সকল স্বাস্থ্যবিধি মানতে হবে ক্রেতা-বিক্রেতাকে। এ জন্য আমি স্থানীয়দের নির্দেশ দিয়েছি।’ উপজেলার দক্ষিণাংশে সবচেয়ে বড় গরু ছাগলের বাজার মিলবে পাহাড়তলীস্থ রাউজান পিং সিটি-২ এবং নোয়াপাড়া চৌধুরী হাটে। এ প্রসঙ্গে পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন ‘পিং সিটি-২’র পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রবেশপথে জীবাণুনাশক টানেল বসানো হবে।‘

পূর্বকোণ/জাহেদুল-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট