চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

একদিনের মাথায় চিকিৎসকের নমুনা পজেটিভ থেকে নেগেটিভ!

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২০ | ১:১৪ পূর্বাহ্ণ

একদিন আগেও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের করোনার নমুনা পজেটিভ ছিল। কিন্তু শারীরিক সুস্থতা থাকায় সে ফলাফল কিছুতেই মেনে নিতে পারছিলেন না এ চিকিৎসক। যার কারণে দ্বিতীয়বার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় বিআইটিআইডি ল্যাবে। সোমবার ল্যাবের প্রকাশিত তথ্যে এ চিকিৎসকের নমুনা নেগেটিভ আসে। অর্থাৎ একদিনের ব্যবধানে দুই ধরনের নমুনার ফলাফল পাওয়া যায় এ চিকিৎসকের।

বিষয়টি নিয়ে নিজেও আশ্চর্য হলেও ডা. আব্দুর রব মাসুম বলেন, আমার সহধর্মিণী আক্রান্ত হওয়ার পর আমিও চমেকে হাসপাতালের ল্যাবে নমুনা জমা দেই৷ যদিও আমার মধ্যে কোন উপসর্গ ছিল না। একদিন পর ফলাফল পজেটিভ আসে৷ তাতে কিছুটা সন্দেহ হয়। তাই দ্বিতীয়বার আবার নমুনা জমা দেই। তাতে নেগেটিভ এসেছে। সে নমুনা দুই জায়গায় পরীক্ষা করা হয়, দুটোই নেগেটিভ।  তিনি জানান, যেহেতু নমুনার ফল নেগেটিভ এসেছে, তাই মঙ্গলবার থেকে আবার কাজে যোগ দেয়ার প্রত্যাশা রাখছি।

 

 

 

পূর্বকোণ/ রাজু-এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট