চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চমেক হাসপাতালের ৮ চিকিৎসকসহ আরও ৯৭ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২০ | ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৮ চিকিৎসকসহ আরও ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

যাদের মধ্যে নগর পুলিশের ১২ জন সদস্য রয়েছেন। আজ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করার পর এ ৯৭ জন শনাক্ত হয়। পুলিশ ও চিকিৎসক ছাড়াও প্রথমবারের মতো জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) হানা দিয়েছে এ ভাইরাস।

চমেকের ল্যাবে শুক্রবার গোয়েন্দা সংস্থার ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়, যাদের মধ্যে ৩৫ বছর বয়সী এক সদস্যের শরীরে কোভিড-১৯ অস্তিত্ব পাওয়া যায়।

চমেকের চিকিৎসক ছাড়াও নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন বলে জানা গেছে। এছাড়া চিকিৎসকদের মধ্যে হৃদরোগ বিভাগের এক সহযোগী অধ্যাপক, গাইনি বিভাগের নারী চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক রয়েছেন।

পূূর্বকোণ/ আরআর-রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট