চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পুলিশ-কোস্ট গার্ডসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২০ | ৬:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (০৬ মে) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন ল্যাবে যান্ত্রিক ত্রুটি কারণে দু’দিন পর পাওয়া গেল  নমুনা পরীক্ষার রিপোর্ট।

আক্রান্তদের মধ্যে হাটহাজারী, সীতাকুণ্ড, সাতকানিয়া ও মিরসরাই উপজেলায় ১ জন করে রয়েছেন। বাঁশখালী উপজেলায় আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তালিকায় রয়েছেন, ২ পুলিশ ও ৩ কোস্ট গার্ড সদস্য। চট্টগ্রামের ফিল্ড হাসপাতাল এবং বিআইটিআইডিতে চিকিৎসাধীন থাকা আরও ২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, পিসিআর মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় গত দুই দিন সিভাসুর রিপোর্ট পাওয়া যায়নি। গত দুই দিনে সিভাসুতে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।এদের মধ্যে একজন পুরোনো রোগী সহ ১৪ জন চট্টগ্রাম জেলার এবং ৮ জন অন্যান্য জেলার বাসিন্দা রয়েছে

 

পূর্বকোণ/- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট