চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুরু হয়েছে অলি-গলিতে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০২০ | ১০:২৯ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৩ মে) ৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা না মানার কারণে ৪৫ মামলায় ৫১ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।

পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, ব্যক্তিগত সুরক্ষা ব্যবহারসহ বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৬ মামলায় ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা করে। বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুই মামলায় এক হাজার ৩শ’ টাকা জরিমানা করে। চকবাজার, বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মামলায় ৫ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করে।

পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় করোনাভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আট মামলায় ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করে। কোতায়ালী ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৬ মামলায় ১৬ হাজার একশ’ টাকা জরিমানা করেন। এছাড়া অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন পাঁচ মামলায় তিন হাজার ১০০ টাকা জরিমানা করেন।

আকবর শাহ, হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ভোগ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিন মামলায় ৩ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর –রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৩ মে) ৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা না মানার কারণে ৪৫ মামলায় ৫১ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।

পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, ব্যক্তিগত সুরক্ষা ব্যবহারসহ বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৬ মামলায় ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা করে। বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুই মামলায় এক হাজার ৩শ’ টাকা জরিমানা করে। চকবাজার, বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মামলায় ৫ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করে।

পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় করোনাভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আট মামলায় ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করে। কোতায়ালী ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৬ মামলায় ১৬ হাজার একশ’ টাকা জরিমানা করেন। এছাড়া অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন পাঁচ মামলায় তিন হাজার ১০০ টাকা জরিমানা করেন।

আকবর শাহ, হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ভোগ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিন মামলায় ৩ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর –রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট