চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে প্রথম করোনা রোগী শনাক্ত, ২০ ঘর লকডাউন

বোয়ালখালী সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২০ | ১০:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রামে ১১জন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে একজন বোয়ালখালীর। তিনি সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের বাবুল সিংহ (৭০) বলে জানা গেছে।

এদিকে, উপজেলায় করোনা রোগীর খবরে আতংকিত হয়ে পড়েছে উপজেলার বাসিন্দারা। মঙ্গলবার রাতেই ওই বাড়িসহ আশপাশের ২০ ঘরকে লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন। রাত ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি)মো. মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি ওই বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসকের সিদ্ধান্তক্রমে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স যোগে তাৎক্ষণিক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, সর্বশেষ তার যাতায়াতের স্থানসহ সার্বিক বিষয় পর্যালোচনা করছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট